৮ দিনের ছুটি পাচ্ছে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ , অক্টোবর ১৯, ২০২৩

আপনার যদি ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে এই খবরটি জেনে রাখাঅত্যন্ত জরুরি। কারণ, চলতি অক্টোবর মাসের শেষের দিকে প্রায় ৮ দিন বন্ধ থাকবে ব্যাংক ৷

ভারতের রিজার্ভ ব্যাংকের জারি করা ছুটির তালিকা অনুযায়ী, দুর্গা পূজা, দশেরা-সহ অন্যান্য উৎসবের কারণে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাংকের কাজ।

সাধারণত রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন, দিবস ও উৎসব উপলক্ষ্যে ব্যাংকের ছুটি থাকে ৷ এর জেরে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা দিন বন্ধ থাকবে ব্যাংক। তবে ব্যাংক বন্ধ থাকলেও আপনি বাড়ি থেকে অনলাইনে একাধিক কাজ করার সুবিধা পাবেন।

দেখে নিন ২১ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ব্যাংকের ছুটির দিনগুলো-

২১ অক্টোবর শনিবার দুর্গা পূজা (মহাসপ্তমী)। ফলে ত্রিপুরা, আসাম, মণিপুর ও পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ থাকবে। ২৩ অক্টোবর সোমবার- মহানবমী, আয়ুধ পূজা, দুর্গা পূজা উপলক্ষ্যে ত্রিপুরা, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, অসম, অন্ধ্রপ্রদেশ, কানপুর, কেরল, ঝাড়খণ্ড, বিহারে বন্ধ থাকবে ব্যাংক।

২৪ অক্টোবর মঙ্গলবার দশমী, দশেরা- অন্ধ্রপ্রদেশ, মণিপুর ছাড়া সব রাজ্যে বন্ধ থাকবে ব্যাংক। ২৫ অক্টোবর বুধবার সিকিমে বন্ধ থাকবে ব্যাংক। ২৬ অক্টোবর বৃহস্পতিবার সিকিম ও জম্মু-কাশ্মীরে বন্ধ থাকবে ব্যাংক। ২৭ অক্টোবর শুক্রবার সিকিমে বন্ধ থাকবে ব্যাংক।

২৮ অক্টোবর শনিবার লক্ষ্ণীপুজোয় পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে ব্যাংক। ২৯ অক্টোবর রবিবার ব্যাংক বন্ধ থাকবে। ৩১ অক্টোবর মঙ্গলবার সর্দার বল্লভভাই পটেলের জন্মদিন। ফলে গুজরাটে বন্ধ থাকবে ব্যাংক।

Loading