রামগড়ে ৪৩ বিজিবি কর্তৃক দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ , জুন ২৭, ২০২৩

খাগড়াছড়ি জেলার রামগড়ে ৪৩ বিজিবি কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় ও গরীব দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২৭শে জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রামগড় ৪৩ বিজিবির সদরদপ্তরে উপজেলায় বসবাসরত অসহায় গরীব দুস্থ ২০৫ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ২০৫ টি প্যাকেট খাদ্য সামগ্রী চাল, ডাল, তৈল,চিনি,লবণ এবং সেমাই)বিতরণ করা হয়।
উপহার খাদ্য সামগ্রী বিতরণকালে রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি জি+ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে প্রধান অতিথি বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী বাঙ্গালী গরীব ও দুঃস্থ সহ সকল সম্প্রদায়ের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম সবসময় চলমান আছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় ৪৩ বিজিবির সুবেদার মেজর মোঃ আজিমউদ্দীন, জোন জেসিও রুহুল কুদ্দুস সহ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading