গতি বেড়েছে রেমিট্যান্স প্রবাহে

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ , জুন ২৬, ২০২৩

কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে গতি বেড়েছে। প্রবাসীরা দেশে অর্থ পাঠানো বাড়িয়ে দিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে প্রায় ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১৯ হাজার কোটি টাকার সমপরিমাণ।

বিদ্যমান ধারা অব্যাহত থাকলে জুন শেষে রেমিট্যান্স ফের দুই বিলিয়ন ডলার ছাড়াবে।
মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। আর আগের মাস এপ্রিলে এসেছিল ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার।

Loading