বাংলাদেশ থেকে বলছি – বিভা ইন্দু

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ , জুন ২৫, ২০২৩

শুভ সকাল
আমি বাংলাদেশ থেকে বলছি
বাঙালির মন নিয়ে বলছি
বাঙলা ভাষায় বলছি
বাঙলা গানে স্নাত হচ্ছি
বাঙলার প্রকৃতিতে হাসছি খেলছি
বাঙলা মা”র ক্যানভাস জুড়ে আটপৌরে জীবনের ছবি আঁকছি।
টেকনাফ থেকে তেঁতুলিয়ায়,
লাল সবুজের পতাকা হাতে ছুটে বেড়ানো দামাল কিশোরের কথা বলছি।
রবিঠকুর আর নজরুলের কথা বলছি
আসমানী ও বনলতা সেন এর বাঙলা থেকেই বলছি
হাছনরাজা ও লালন সাঁইকে ভালোবেসে বলছি
বিশ্বক্রিকেটে তাক লাগানো মাশরাফি ও সৌম্য’র কথা বলছি
বিদেশে বসে বাংলাদেশ’ নিয়ে উল্লসিত বাঙালির কথা বলছি।
পদ্মাসেতু,মেট্রোরেল বঙ্গবন্ধু টানেলের কথা বলছি।
তলাবিহীন ঝুড়ি নয় কিন্তু!বিশ্বগৌরব
সেঁজুতি সাহা’র মাতৃভূমি বাংলাদেশ’ থেকে বলছি।

★★★★★
তবে সংকট দুর্দিনে,
তমসার উত্থানে
খরা কিংবা দাবানলে
অশুভ দানবের প্রত্যাবর্তনে
এই যে সুবিধাবাদী
আমি আমরা, বাঙালিয়ানা বিসর্জন দিয়ে
সুবিধাভোগের লোলুপতায়
দেশমাতৃকার হাঁড় মাংস চিবিয়ে খেয়ে কী বলবো?
★★★★
চলো কানাডা,চলো ইউ কে,চলো সুইডেন
স্বার্থান্ধতাই ধ্যানজ্ঞান।

প্রিয়ভাজন ‘দেশমাতৃকার সন্তান ‘।
কতোটা ভোগ করে কতোটুকুই করেছো কল্যাণ?
প্রশ্ন করে গেলাম।
উত্তরের আশায় নয়,
শুদ্ধ সংস্কৃতির ধারক হবার প্রত্যাশায়
দেশাত্মবোধের নেশায়
প্রজন্ম প্রত্যয়ের ধারাবাহিকতায়
★★★★
গুরু –শিষ্য’র পরম্পরায়
আচরনিক শুদ্ধতার সূতিকাগার
সেই বাংলাদেশ’র আঙিনা থেকেই
বলছি।
★★★★
জোট বেঁধে সব ‘অর্থলিপ্সু বাঙাল’ না হয়ে
এসো আত্মবিশ্বাসী বাঙালি হই।

২৫/০৬/২০২৩

Loading