অবারিত জলের আকর – বিভা ইন্দু

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ , জুন ১৯, ২০২৩
রূপালি চাঁদ
উত্তর আকাশে লুকানো
প্রগাঢ় অভিমানে অস্ফুট উচ্চারণ
আর কতোকাল তুমি
নির্ঝরের স্বপ্নজুড়ে অব্যক্ত আর্তনাদ হবে!
নিস্তব্ধতা ভেদ করে
নদীকে ভিজিয়ে দেবে তোমার উন্মত্ত পিয়াসায়,
রহস্যের জট খুলে,
অলিখিত প্রণয়ের দাবীতে
শিউলি বকুল হাস্নাহেনার উদাত্ত অভিসারে—
শৈশব লুকোচুরি দলছুট কৈশোরে
একান্ত সুখের যৌবন,আর!
নারীত্বে অবগাহন।
দূর্ণিবার আকর্ষণে তুমি আমি কাছাকাছি বিলক্ষণ
অন্ধকার সাঁতরে তীরের মায়াবী
করুণ ডাঙায়
কথার ওপর কেবল কথা
চাঁদের হাসির উপচে পড়া মাধুর্য
এগিয়ে নিয়ে যায় তোমায়
সমতল গিরিপথ সমুদ্র পারাবার।
সহস্র আবর্তন
স্মৃতির শহরে রোমন্থন
রঙিন নেশায় বুঁদ হওয়া জোড়া শালিক আমরা
ছুঁড়ে দেয়া এক জোড়া সুবাসিত শব্দ।
“মানে কি”?
অতঃপর অমিমাংসিত শিহরণ
বিক্ষুব্ধ ক্ষুধায় জর্জরিত
এক একটি প্রহর
নীলাভ ভালোবাসায় তুমি জন্ম দিলে সহস্র কবিতার
অবিসংবাদিত অসমাপ্ত কাব্যগ্রন্থ।
যার শিরোনাম—
“অবারিত জলের আকর”–
২০/০৬/২৩

Loading