সন্দ্বীপ চ্যানেলে ঝাঁপ দিয়ে যাত্রীর প্রাণ বাঁচালেন লালবোটের মাঝি

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ , জুন ১৬, ২০২৩

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলের বিক্ষুব্ধ সাগরে ঝাপ দিয়ে যাত্রীর প্রাণ বাঁচালেন মাঝি মো. মামুন। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, হঠাৎ ঢেউয়ের ধাক্কায় লালবোট থেকে উত্তাল সমুদ্রে পড়ে যায় এক যাত্রী। তাঁর পরনে লাইফজ্যাকেট ছিল না। এর মধ্যে নৌকাও এগিয়ে যায় অনেক দূর। লোকটিও ডুবে যাচ্ছিল দেখে উত্তাল সন্দ্বীপ চ্যানেলে ঝাঁপ দেন নৌকার মাঝি। উদ্ধার করেন ওই যাত্রীকে।

এঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অসংখ্য মানুষ মাঝি মো. মামুনের প্রশংসা করেন।

মাঝি মো. মামুন জানান, ‘ আমি ভেবেছিলাম, ওই যাত্রী সাঁতার জানে। তাই ঢেউয়ের হাত থেকে বাঁচার জন্য প্রথমে একটি লাইফজ্যাকেট ছুড়ে দেই। কিন্তু তিনি ওই জ্যাকেট ধরতে পারেননি। তাই উপায় না দেখে তাঁকে (যাত্রীকে) বাঁচাতে পানিতে ঝাঁপ দিই। পরে তাঁকে ধরে কাঁধে নিয়ে সাঁতরে নৌকায় তুলে নিয়ে কূলে আসি। আমার ঝাঁপ দিতে আর একটু দেরি হলে লোকটি ডুবে যেতেন। আর পাওয়া যেত না। হয়তো এতক্ষণে তাঁর লাশ উদ্ধার হতো।’

উল্লেখ্য, গত ২২ বছর ধরে কুমিরার গুপ্তছড়া ঘাটে লালবোট চালান মামুন। দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন তিনি। গতকাল বেলা দুইটায়
সন্দ্বীপের গুপ্তছড়া উপকূলে নোঙর করে সীতাকুণ্ডের কুমিরা গুপ্তছড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জাহাজ। জাহাজ থেকে ৪০-৫০ জন যাত্রী উপকূলে যাওয়ার জন্য
মামুনের লালবোটে ওঠেন।

মামুন জানান, দুপুরে জাহাজ থেকে প্রচুর যাত্রী নামার অপেক্ষায় থাকায় তিনি ওই যুবককে ঘাটের লোকজনের কাছে বুঝিয়ে দিয়ে আবারও যাত্রী নামানোর জন্য
চলে যান। পরে খবর নিতে গিয়ে জানতে পারেন, ওই যুবককে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন ঘাটে থাকা লোকজন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২ এপ্রিল এ রকমই একটি লালবোট উল্টে ১৮ জনের প্রাণহানি ঘটে। গত বছর ১৯ আগস্ট একটি কাঠের ট্রলার থেকে এক যাত্রী নদীতে পড়ে গিয়ে মারা যান। একই বছরের ২০ এপ্রিল সন্দ্বীপ উপকূলে একটি স্পিডবোট ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুসহ চারজন মারা যান। গতকালের ঘটনাটির পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে এই ঝুঁকিপূর্ণ যোগাযোগব্যবস্থার জন্য হতাশা প্রকাশ করেছেন। তবে মাঝির সাহসিকতার প্রশংসাও করেছেন অনেকে।

সন্দ্বীপের হিউম্যান ২৪ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন মো. মামুনকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়।

Loading