শ্রমিকের মর্যাদা কলমেঃ- শিমুল কান্তি দে

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ , মে ১, ২০২৩

আমরা শ্রমিক, তোমাদের কাছে কেনা গুলাম
আমাদের নেই কোন দিন রাত্রি, স্বাদ, আহ্লাদ।
সারদিন খাটি আমরা তোমাদের দিতে আরাম
বুঝনা আমাদেরও হয় রোগ, শোক, বেরাম।
পান থেকে চুন খসলে আমাদের গায়ে তোল হাত
আমারও মানুষ তোমাদের তরে খাটি দিবা রাত।
কাল যদি আমরা না টানি গাড়ি কিংবা ঠেলা
কিভাবে চলবে তোমাদের সারাটি বেলা?
সময় থাকতে বন্ধু কর মোদের মূল্যায়ন
তবে আমাদের তরে হবে সকল উন্নয়ন।

তোমাদের ঘরেও আছে শ্রমিক মা, স্ত্রী, বোন
সারা বছর খেটে যারা নেয় না কোন বেতন।
তোমরা রাখ সচল সভ্যতার চাকা
তোমরাই মহান আমাদের দেখা।
সময় থাকতে আর তাদের করোনাকো হেলা
সকল শ্রমিককে জানাই সালাম সারাটি বেলা।

Loading