তবুও লড়তে হবে – বিভা ইন্দু

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ , এপ্রিল ২১, ২০২৩
পঞ্চাশের আগেও
তুমি ছিলে নিঃস্বার্থ দেশপ্রেমে।
রবীন্দ্রনাথের চেতনায়,
নজরুলের দুর্দান্ত বাঙালিয়ানায়
হাজী শরিয়ত আর
তিতুমীরের বাঁশের কেল্লায়!
সুকান্ত,জয়নুল,হাছন, লালন সহ
আউল বাউলের স্বতন্ত্র অসাধারণত্বের লোকজ সত্ত্বায়—-
হে বাঙালি,
হে যুগন্ধর উজ্জয়নী,
বার বার উচ্চকিত আজ সেই ধ্বনি
সময়ের ধাবমানতায়,ভজন সাধন বুঝি গুমরে মরে
অসহায় অশ্রুধারায়?
তবুও, তবুও চাই।
সকাল আসুক বিচ্ছিন্নতাবাদের অন্ধকার গুহায়।
লড়তে হবে অক্টোপাস, বাজ, শকুন ও ঈগলের
ঔদ্ধত্য আবহাওয়ায়।
তারপর!তারপর।
তেরশত নদীর কলতানে সুনসান বদ্বীপের আমন্ত্রণে
সোনালু জারুলের মোহময়তায়
বকুল বিছানো নরম দাওয়ায়
ঘুমঘুম চোখে
আত্মস্থ গৌরবের মহিমায়
হৃদয়ের স্পন্দনে
থেকে যাই আমি হাস্নাহেনার সৌরভে
বিরান মাঠের তরল জ্যোৎস্নায়
শপথের দৃঢ়তায়
আমি থেকে যাবো অনন্তকাল
আসমুদ্রহিমাচলের মহিমান্বিত এই বাংলায়।

Loading