কালিহাতীতে ৬ শতাধিক পরিবার কে শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ টাঙ্গাইল অফিস টাঙ্গাইল অফিস প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ , এপ্রিল ১৩, ২০২৩ মেহেদী হাসান চৌধুরী : টাঙ্গাইলের কালিহাতীতে অসহায়, দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন স্বাধীনতার ইশতেহার পাঠক “শাজাহান সিরাজ” কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিনব্যাপী কালিহাতী সদরের কালিহাতী শাজাহান সিরাজ কলেজ থেকে ও উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তালতলা গ্রামে ওই ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম আম্বিয়া সিদ্দিকী, শাজাহান সিরাজের সাবেক এপিএস আনোয়ার হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুল ইসলাম, ভূঁঞাপুর ইব্রাহিম খা কলেজের সাবেক ভিপি হযরত আলী সরকার, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সাবেক শিক্ষক গোপাল চন্দ্র সাহা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজের শিক্ষক রশিদুল ইসলাম রতন। এসময় শাজাহান সিরাজের কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, আমার বাবা কালিহাতীর মানুষের জন্য কাজ করে গেছেন সারা জীবন। তার মেয়ে হিসেবে আমিও অসহায় মানুষের পাশে দাড়িয়েছি৷ আমিও আপনাদের জন্য কাজ করতে চাই। আপনাদের পাশে থেকে কালিহাতীর সার্বিক উন্নয়নে কাজের মাধ্যমে আপনাদের সেবা করে আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই। শেয়ার অন্যান্য বিষয়: