চিরিরবন্দরে ৪ মুদি ব্যবসায়িকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ , এপ্রিল ৮, ২০২৩

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য উর্ধ্বগতি, মেয়াদ উত্তীর্ণ মালামাল ও মূল্য তালিকা না থাকায় ৪ মুদি দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

১৬ই রমজান (শনিবার) সকালে রাণীরবন্দরে ভ্রাম্যমান আদালত বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এই মনিটরিং করা হয়। মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা।

এ সময় মেয়াদোত্তীর্ণ শুকনো খাবার, ধার্যকৃত মূল্যের অতিরিক্ত দামে সয়াবিন তেল, চিনি, মসুর ডালসহ অন্যান্য পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুাযায়ী মোট ০৪টি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ সময় রাণীরবন্দর বাজারের মাছ হাটির সামনে জাহাঙ্গীর আলম, রবিউল ইসলাম, নুরুল হক ও জানকি মুদি দোকানিসহ প্রত্যেকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জনস্বার্থে এ বাজার মনিটরিং নিয়মিত চালিয়ে যাবেন বলে সরকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা নিশ্চিত করেন।

Loading