ইসলামী ব্যাংক ডিএমডি পদে নিযুক্ত হলেন আকিজ উদ্দিন চৌধুরী

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ , মার্চ ২৯, ২০২৩

বৃহদায়ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টের (ডিএমডি) পদে নিযুক্ত হয়েছেন পটিয়ার কৃতি সন্তান আকিজ উদ্দিন চৌধুরী। বুধবার (২৯ মার্চ) এক নির্বাহী আদেশে তাকে ব্যাংকটির ডিএমডি পদে নিযুক্ত করা হয়। বর্ণাঢ্য ব্যাংকিং জীবনে ভূষিত আকিজ উদ্দিন চৌধুরী পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯২ সালে পটিয়া পৌরসভার মোহছেনা মডেল সরকারি প্রাইমারি স্কুল থেকে ৫ম শ্রেণিতে কৃতিত্বের সাথে পাস করে। ১৯৯৭ সালে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। এবং পটিয়া সরকারি কলেজে থেকে এইচএসসি ও স্নাতক পাশ করে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি স্নাতকোত্তর ও পেশাগত ডিগ্রি অর্জন করেন। তার কর্মদক্ষতা, সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধে মুগ্ধ হয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম মাসুদ সাহেব তাঁকে তার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেন। ২০২১ সালে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের এডিপি হিসেবে পদোন্নতি পান। এ অর্জনে সদালাপী, বন্ধু বৎসল, পরোপকারী আকিজ উদ্দিন চৌধুরীর সাফল্য ও তার দীর্ঘায়ু কামনা করেছেন এলাকাবাসী ও তার শুভাকাঙ্ক্ষী।

Loading