আমতলীর পায়রা নদীতে মোবাইল কোর্ট অভিযান

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ , মার্চ ৫, ২০২৩

আমতলীর পায়রা নদীতে মোবাইল কোর্ট / বিশেষ অভিযান পরিচালনা

পায়রা নদী (পুরাকাটা এরিয়া), সময় সকাল ৫ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত

পায়রা নদীতে অভিযান চালিয়ে ২ টি অবৈধ বেহুন্দি জাল ও ৩ টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়।
এবং দুজন জেলেকে ধৃত করা হয়।
অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব হালিমা সরদার,মেরিন ফিসারিজ অফিসার সায়েদ মোহাম্মদ ফারাহ,ফিল্ড ফেসিলেটেটর মোঃ আরিফুর রহমান ও ইসরাত হোসেন হিমেল,ক্ষেত্র সহকারীঃ নয়ন চন্দ্র ঘরামি।
এছরাও ছিলেন আমতলী থানার ৩ জন পুলিশ সদস্য।
অভিযান শেষে দুজন আসামিকে ৫০০০ টাকা ১০০০০ টাকা জরিমানা করা হয় এবং তিনটি ট্রলার নিলামে তোলা হয়।উপস্থিত মানুষের মাঝে নিলাম করা হয় এবং অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। আটক কৃত গুরা মাছ গোছখালী এতিমখানায় বিতরন করা হয়।
মোবাইল কোর্ট ও নিলাম পরিচালনা করেন বরগুনা জেলা ম্যাজিষ্টেট
জনাব জাহিদুর রহমান
এছারাও উপস্থিত ছিলেন আমতলী মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ,সাংবাদিক,স্থানীয় জেলে সহ বিভিন্ন পেশার লোকজন।
মৎস্য অফিসার বলেন আমাদের অবৈধ জালের বিরুদ্ধে এ অবিযান অব্যাহত রয়েছে কোন অসাধু জেলে অবৈধ জাল দিয়ে মৎস্য আহরন করে মৎস্য সম্পদ ধংষ করতে পারবেনা।

Loading