রামগড়ে বিজয় দিবসে ৪৩ বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ , ডিসেম্বর ১৬, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে বিজয় দিবস ২০২২ উদযাপন করল বর্ডার গার্ড বাংলাদেশ এর রামগড় ব্যাটালিয়ন। দিবসটি উদযাপন উপলক্ষে বিজিবির উদ্যোগে বিভিন্ন সম্প্রদায়ের প্রায় ৩ শ জন অসুস্থ রোগীদের বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান ও ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার(১৬ ডিসেম্বর) সকালে রামগড় ব্যাটালিয়নের আওতাধীন মহামনি বিওপিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ,লাচারীপাড়া ও কয়লামুখ বিওপিতে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাটালিয়ান অধিনায়ক লে.কর্ণেল মোঃ হাফিজুর রহমান।এ সময় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদ ও নায়ক সুবেদার মোঃ জাহানুর ইসলাম উপস্থিত ছিলেন। বিজিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে গুইমারাস্থ বিজিবি হাসপাতালের মেডিকেল অফিসার মেজর মোঃ মাহবুব আলম রাসেল গরিব,অসহায় দুঃস্থ ২৯৬ জন রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করেন। বিজিবির পক্ষ থেকে ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ঔষধও দেওয়া হয়।পরে লাচারিপাড়া, লক্ষীছাড়া ও কয়লারমুখ এলাকার ২০৬ মানুষকে শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি কর্ণেল মোঃ হাফিজুর রহমান বলেন,সীমান্ত এলাকায় অপরাধ দমন,চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবামূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে। তিনি আরো বলেন, রামগড় জোন সদরের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব দুঃস্থদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।কম্বল বিতরণ অনুষ্ঠানে লাচারিপাড়া বিওপির কমান্ডার নায়েক সুবেদার জাহাঙ্গীর হোসেন, লক্ষীছাড়া বিওপি কমান্ডার হুমায়ুন,স্থানীয় ইউপি সদস্য চুথোয়াই মগ,কয়লার মুখ বিওপি কমান্ডারসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Loading