খাগড়াছড়িতর ৪২ টি সহ সারা দেশে ১০০ সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ , নভেম্বর ৮, ২০২২

“শত সেতুর উদ্বোধন, সম্ভাবনার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলায় সারা দেশের মত ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামগড় উপজেলায় ৩টি সেতু সহ খাগড়াছড়িতে ৪২টি, সারাদেশে মোট ১০০টি সেতুর উদ্ভোধন করেন।
সোমবার (৭ নভেম্বর ২০২২) সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু গুলো উদ্ভোধন করেন।
উদ্ভোধন কালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশ ডিজিটাল হয়েছে। দেশের পার্বত্য অঞ্চল মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যেত না, সেখানে আমরা শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থা করেছি। এ জন্য বিভিন্ন জেলাযুক্ত করে আজ একসঙ্গে ১০০ সেতুর উদ্বোধন করতে পারছি। ভবিষতেও এই উন্নয়নের কাজ অব্যহত থাকবে বলে জানান তিনি।
এ সময় রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুর আলম আলমগীর সহ জনপ্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Loading