সেনবাগে ইভটিজিং,মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৪, ২০২২

এ এইচ লিটন,সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক,অবৈধ অস্ত্র,নারী নির্যাতন ও কিশোর গ্যাং প্রতিরোধে জনপ্রতিনিধি ও সুধীজনদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ উপজেলা প্রশাসন ও সেনবাগ থানার আয়োজনে শনিবার বিকেলে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে ও সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি)ইকবাল হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সেনবাগ সোনাইমুড়ী(আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম।

বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা,সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক বাহার উল্যা বাহার, লায়ন জাহাঙ্গীর আলম মানিকও যুগ্ন আহবায়ক ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন কানন।

এ সময় আরো বক্তব্য রাখেন সেনবাগ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওহাব, সেনবাগ উপজেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক দিলীপ কুমার দাস,বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ শহীদুল আলম,কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মঞ্জুর মোরশেদ, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান,সেনবাগ পৌরসভার কাউন্সিলর আলমগীর হোসেন,ইউপি সদস্য হাছিনা আক্তার,ইউপি সদস্য আবদুল হাকিম প্রমূখ।

এ সময় বক্তারা ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক,অবৈধ অস্ত্র,নারী নির্যাতন ও কিশোর গ্যাং প্রতিরোধে তাদের মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় সাংবাদিক, পৌর কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Loading