চট্টগ্রামে ১২ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৩, ২০২২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় নমুনা পরীক্ষা করা হয় ১২৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯.৬০ শতাংশ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এদিন বিআইটিআইডি ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে ৪ জন, চমেক ল্যাবে ৩৯টি নমুনার মধ্যে ৫ জন, শেভরনে ১৩টি নমুনা পরীক্ষায় একজন, আরটিআরএল ল্যাবে ৮টি নমুনা পরীক্ষায় একজন, ইপিক হেলথ কেয়ারে ৮টি নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
এ ছাড়া আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৮টি, মেডিকেল সেন্টার হাসপাতালে ৮টি, মেট্রোপলিটন হাসপাতালে ১১টি, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১০টি নমুনা পরীক্ষা করে সবগুলোই নেগেটিভ পাওয়া যায়।
নতুন করে আক্রান্তদের মধ্যে ১১ জন নগরীর এবং একজন হাটহাজারী উপজেলার বাসিন্দা।

এর আগে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামে ৭ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত বাড়ল
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৮৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৯৩৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Loading