শেখ পরিবারের প্রতি হৃদয় নিংড়ানো কষ্টের বহিঃপ্রকাশ -ফারজানা ইসলাম

প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ , আগস্ট ২৭, ২০২২

“অণুগল্প”
শেখ পরিবারের প্রতি হৃদয় নিংড়ানো কষ্টের বহিঃপ্রকাশ
লেখক: ফারজানা ইসলাম

আমি একজন বঙ্গবন্ধুর বিশ্বস্ত ও আদর্শের সৈনিক এর কথা বলছি। আমি একজন দুঃসময়ের রাজপথ কাঁপানো ছাত্রনেতার কথা বলছি। ১৯৭১ মুক্তিযুদ্ধের রণাঙ্গনের যোদ্ধার কথা বলছি। একজন ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন এর কথা বলছি, আমি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক এর কথা বলছি, ঢাকা ৭আসনের সাবেক সংসদ সদস্য, ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, লালবাগের রাজনৈতিক বটবৃক্ষ, নতুন প্রজন্মের আস্থা ও ভরসার স্থান, এই মানুষটির কথা বলছি, আমার সৌভাগ্য হয়েছিলো পাশে থেকে ওনার মুখে কিছু ইতিহাস শোনার,যেই ইতিহাস শোনার পর চোখের জল ধরে রাখা যায়না, আমি এই একজন মানুষকে দেখেছি মঞ্চে হাজারো জনতার মাঝে বক্তৃতা দিতে দিতে অশ্রুসিক্ত হতে। এই মানুষটির মুখে যখন বঙবন্ধুর কথা শুনি মনে হয় যেনো আমরা কাছ থেকে বঙ্গবন্ধু কে দেখছি। আমি এই একজন মানুষ কে দেখেছি বুকের কফিনে বন্দী করে রাখা কষ্ট গুলোকে কিভাবে বয়ে বেড়ায়। আবার মঞ্চে সেই সৃতিচারণ করতে করতে নিজেও কেঁদে বুক ভাষায় জনতাকেও কাঁদায়। আমরা তার মুখে শুনেছি, বঙ্গবন্ধুর ছায়াতলে থেকে কতো যে তার মধুর স্মৃতি। আমরা তার মুখে শুনেছি বঙমাতার মায়া এবং ভালোবাসার কথা, ছোট করে বলি বঙমাতা ভালোবেসে পঞ্চাশ পয়সার আধুলি আঁচলের খোট থেকে বের করে দিতেন ঈদের সালামি। কতোটা কাছের হলে একজন মানুষের চোখ থেকে এখনো অশ্রু গঙ্গা বয়ে যায়। এখনো এই চোখ দুটি, যেনো খুঁজে বেড়ায় সেই দিনগুলো, বঙ্গবন্ধুর স্নেহ ভালোবাসা শিক্ষা আদর্শ মমতা। ওনি কাওকে বুঝাতে পারেনা, যে এই জাতি কি হারিয়েছে, বন্ধু শেখ কামাল এর সাথে কতোদিন খেলার মাঠে অবসরে, কথা হয়না, হয়না হাসাহাসি, হয়না খুনশুটি, দেখা হয়না শেখ জামালের হাসি মাখা মুখখানি বঙ্গবন্ধুর মতো কেউ আর মাথায় হাত বুলিয়ে দোয়া করেনা, বঙমাতার মতো ভালোবেসে কেউ ডেকে বলেননা খাবার খেতে। ছোট্র রাসেলের মতো কেউ দৌড়ে এসে কোলে ঝাপিয়ে পরেনা। এই যে এতো সৃতি বুকের মাঝে বয়ে বেড়ায়, নিরবে ঠুকরে ঠুকরে কাঁদেন, কাউকে বুঝতে দেয়না, এই মানুষটির ভিতর টা ক্ষ্ত হয়ে আছে। আর কোনো প্রলেপে এই ক্ষত ভরাট হবেনা। সর্বপরি আবার সৃতিচারণ করেন আমাদের বঙবন্ধুর নয়নের মনি বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার। দুহাত তুলে দোয়া করেন বঙ্গবন্ধুর দুই কণ্যার জন্য, যেনো আর কোনো হায়নারদের কালো ছায়া না পরে আমাদের বঙ্গবন্ধুর দুই কন্যার উপর, আমরা সৌভাগ্যবান, এমন একজন মানুষ আমরা পেয়েছি, যার মুখে ইতিহাস শুনে, আমরা যেনো আমাদের মহান নেতাকে আমাদের বঙ্গবন্ধু কে, আমাদের বাঙালি জাতির স্থপতি, জাতির পিতা, কে দেখতে পাই,,
লাখো সালাম পিতা তোমাকে তোমার আদর্শের একজন সৈনিক আমরা পেয়েছি,
এই পটভূমিতে, আপনি আমাদের জলজ্যান্ত ইতিহাসের কাব্যগ্রন্থ, আপনি আমাদের সততা ও ভরসার স্থান, আপনি আমাদের রাজনীতির আতুড়ঘর, আপনি নতুন প্রজন্মের বাতিঘর, এই বাতিঘর সততা ও ন্যায়ের আলোয় আলোকিত থাকবে সবসময় এই দোয়া করি বিধাতার কাছে,
ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন।
আপনার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করি সৃষ্টিকর্তার কাছে।
আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

Loading