সেনবাগে ৬০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ , এপ্রিল ১৬, ২০২২

মোঃ আমির হোসেন(লিটন),সেনবাগ প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার(১৬ এপ্রিল) ৫নং অর্জুনতলা ও ৩নং ডমুরুয়া ইউনিয়নে ছিন্নমূল,দুঃস্থ,অসহায় ও গরীব ৬০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন টপ স্টার গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন।

এ সময় উপস্থিত ছিলেন ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন কানন, অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুস সাত্তার বিএসসি,ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুন বলেন,প্রতি অনুষ্ঠানে লটারির মাধ্যমে একজন বা অর্থনৈতিক অবস্হার প্রেক্ষিতে একাধিক ব্যক্তিকে লাখপতি ঘোষণা করে তাদের অসহায়ত্ব দূর করে স্বাবলম্বী করার ঘোষণা দেন।যেন ভবিষ্যতে তাদেরকে কেউ আর অসহায়,দুস্থ বলতে না পারে।
উল্লেখ্য, সৈয়দ হারুন ফাউন্ডেশন সেনবাগে সমাজের অসহায় মানুষের মাঝে বিভিন্ন সময়ে দান অনুদান দিয়ে আসছেন।

Loading