রামগড়ে বর্নাঢ্য আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ , মার্চ ২৬, ২০২২

খাগড়াছড়ির রামগড়ে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ।শনিবার (২৬ মার্চ)সূর্যোদয়ের পর পর রামগড় লেক পাড়স্থ বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপনের শুভ সূচনা করা হয়। মুক্তিযুদ্ধে আত্মত্যাগ দানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয় ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পন করেন রামগড় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠন ,রামগড় পৌরসভা, রামগড় প্রেস ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড, লেডিস ক্লাব, হর্টিকালচার সেন্টার, রামগড় সরকারী কলেজ,বালিকা উচ্চ বিদ্যালয়,ত্রিপুরা স্টুন্ডেন্ট ফোরাম, ত্রিপুরা কল্যাণ সংসদসহ অন্যান্য সরকারি – আধা সরকারি প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন রাজনৈতিক দল,স্বেচ্ছাসেবী সংগঠন,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মোঃ ওসমান গনি চৌধুরী ও সহকারি শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান।পতাকা উত্তোলনের পরে দলনেতা এস আই সামছুল আমিন এর নেতৃত্বে কুচকাওয়াজে অংশ নেন বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গার্লস গাইড,স্কাউট ও কাবদল। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে ডিসপ্লে, ক্রীড়া অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ প্রদর্শিত হয়। এ সময় বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা অডিটরিয়মে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র রফিকুল আলম কামাল, ওসি মোহাম্মদ শামসুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা মফিজুর রহমান,প্রমোদ বিহারী দেবনাথ, বাবুল মজুমদার। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য,শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।এছাড়াও স্বাধীনতা দিবস উদযাপনে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতালে উন্নত খাবার পরিবেশন করা হয়। সন্ধ্যায় বিজয় ভাস্কর্যস্থলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Loading