জাতির পিতার জম্মদিন – মো. আলী আশরাফ মোল্লা

প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ , মার্চ ১৭, ২০২২

 

বিনম্র শ্রদ্ধায় আর ভালোবাসায় স্মরণ করি তোমায়।
তোমার অবদান থাকবে ততদিন এই বাংলা ঠিকে থাকবে যতদিন।
দিনের প্রথম সূর্যোদয়ের বুঝা যায় দিনটি মেঘলা নাকি রৌদ্রজ্জ্বল রঙিন
তেমনি তোমার জম্মে আর কর্মেই প্রমান করলে তুমিই আমাদের সবার সেরা।

তোমার মাঝেই ছিলো লুকিয়ে সকল প্রতিভা আর প্রজ্ঞা
দেশের স্বাধীকার আন্দোলনসহ সবকিছুতেই সুচারু রুপে প্রয়োগ করলে তা
তোমার জম্মই যেন হয়েছিল দেশকে মুক্ত করার অপার কামনা বাসনা নিয়ে
আর এই কাজটি করতে গিয়ে তুমি হয়েছো বিশ্বের বরেণ্য কিংবদন্তি নেতা হিসেবে ।

মা মাতৃভাষা আর মাতৃভূমি এই তিনেই ছিলো তোমার সমগ্র ধ্যান ধারণা
মাত্র ৫৫ বছর বয়স বিশ্বের কাছে প্রমাণিত হলোও তা
নিজের জীবন নিয়ে ছিলো না বিন্দু মাত্র কোন চিন্তা
দেশের মানুষ কে ঘিরেই ছিলো তোমার সমগ্র ভাবনা।

১৭ ই মার্চ ১৯২০ সালে জম্মেছিলে খোকা নামের তুমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে
আজ ১৭ ই মার্চ ২০২২ এ শতবর্ষ পার করে ১০২ তম জন্মবার্ষিকী পালন হচ্ছে দেশব্যাপী
১শত বছর কেন ১ হাজার বছর পার হলেও তোমার নাম ভুলবে না কেহ
তুমি ই মিশে আছো বাঙালির সমস্ত আত্না অন্তর আর হ্রদয় জুড়ে।

আজকে তোমার জন্মদিনে তোমায় সশ্রদ্ধ সালাম জানাই
তোমার দেখানো পথেই এগিয়ে চলেছে রক্তে পাওয়া এই স্বদেশ
তোমার বহুল স্বপ্নের কাঙ্ক্ষিত উন্নয়নের মহাসড়কে আজ বাংলাদেশ
বিশ্ব আজ পুরো অবাক হয়েই অবলোকন করছে
তোমার সুকন্যা রাষ্ট্র নায়ক হাসিনাই কেবল সম্ভব করছে তা।

Loading