বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও ভ্রমন

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ , মার্চ ১৩, ২০২২

ফয়সাল আহমেদ

ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে বাংলার রাজধানী তথা পুর্ববঙ্গের প্রাদেশিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল সোনারগাঁ। প্রাচীন সুবর্ণগ্রাম থেকে সোনারগাঁও নামের উদ্ভব, অন্য ধারণামতে বারো ভূঁইয়া প্রধান ঈশা খাঁ’র স্ত্রী সোনাবিবি’র নামানুসারে সোনারগাঁও নামকরণ করা হয়

১৬১০ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের আমলে ঢাকা সুবে বাংলার রাজধানী হিসেবে ঘোষিত হবার পূর্ব পর্য়ন্ত সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী। ঈশা খাঁ ও তাঁর বংশধরদের শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী। সোনারগাঁও-এর আরেকটি নাম ছিল পানাম। পানাম নগরের দীর্ঘ একটি সড়কের উভয় পাশে দৃষ্টিনন্দন ভবন স্থাপত্যের মাধ্যমে পানামনগর গড়ে উঠেছিল। উভয় পাশে মোট ৫২টি পুরোনো বাড়ী এই ক্ষুদ্র নগরীর মূল আকর্ষণ।

প্রায় হাজার বছরের পুরাতন ভবন কোন প্রকার রড, সিমেন্ট ছাড়া এখনো টিকে আছে। অসাধারন এর নির্মান কৌশল। দরজার, জানালা এবং ছাদের খিলানের কৌশল এখনকার প্রযুক্তিকেও হার মানায়।

Loading