রামগড়ে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রুর ওপর হামলার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ , মার্চ ১, ২০২২

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান  ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরি অপু’র হামলার চেস্টার ঘটনার প্রতিবাদে ও তার নিরাপত্তা নিশ্চিত করার  রামগড়ে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ।  মঙ্গলবার(১ মার্চ) উপজেলা  ও পৌর আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সোমবার খাগড়াছড়ি সদরে জেলা পরিষদ চেয়ারম্যানের ওপর হামলার চেস্টার ঘটনাটি ঘটে।  পুলিশ হামলার চেস্টাকারিকে আটক করেছে।

চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরি অপুর পৈতৃকবাড়ি রামগড়ে  মঙ্গলবার    একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামীলীগ।  স্থানীয়  বাসষ্ট্যান্ড এলাকা হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে  প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, সহ সভাপতি ফয়েজ আহমদ মিলন,  সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান  বিশ্ব প্রদীপ কারবারী, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র মো:রফিকুল আলম কামাল,  পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো:আব্দুল কাদেরসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী  অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে পুলিশবক্স চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কাজী নুরুল আলম,  বিশ্ব প্রদীপ কুমার কারবারী  ও  মো: রফিকুল আলম কামাল।

বক্তারা জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরি  অপুর ওপর হামলার চেস্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কঠোর শাস্তির দাবি জানান। তারা জেলা পরিষদ চেয়ারম্যানের  নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।

Loading