ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত ৪

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ , মার্চ ২, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০), হোসনে আরা (৫০) এবং দুদু মিয়া (৬২)। ঢাকায় নেয়ার পথে মারা যান ফরিদ মিয়া।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এরা হলেন জামাল উদ্দিন (৩১) ও ফাতেমা বেগম (৩৫)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল আলম জানান, সকালে ওই মহাসড়কের রামপুর এলাকায় সিলেট অভিমুখী প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার একজন ও অপরজন ২ জন হাসপাতালে নেয়ার পথে মারা যান।

পরে ফরিদ মিয়া নামের আরও একজন ঢাকায় নেওয়ার পথে মারা যান বলেও জানান তিনি।

নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান শাহজালাল আলম।

Loading