হালিশহরে চোরাই মোটরসাইকেলসহ ৫ জন গ্রেফতার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৬, ২০২২ চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাই নয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। হালিশহর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। আজ শনিবার দুপুরে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি হালিশহর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে মোঃ আলমগীর হোসেন (৩৭), মোঃ নাহিদুল ইসলাম নাহিদের (২০) কাছ থেকে একটি কালো রংয়ের বাজাজ কোম্পানীর চোরাই মোটর সাইকেল উদ্ধার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে নাঙ্গলকোট থানা পুলিশের সহায়তায় কিনারা গ্রামে মান্নানের দোকান থেকে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। অভিযানের ধারাবাহিকতায় চৌদ্দগ্রাম থানাধীন নেতরা গ্রাম থেকে মোঃ বাবুল মিয়া ওরফে বাবলু মিয়ার(৩৪) বসত ঘরের বারান্দা থেকে ৪টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আরও অভিযান পরিচালনা করে আব্দুল মালেক সোহাগকে (২৫) গ্রেফতার করে এবং আরও ১ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে। শেয়ার অন্যান্য বিষয়: