অনু গল্প

আগুন লাগা ফাগুন – সাহিদা সাম্য লীনা

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৫, ২০২২

আমার সব লেখা কেন তুমি গায়ে মাখছ ? কেন ভাবছ তোমায় নিয়ে লিখছি ! তবে কী ধরে নিবো তুমিও ভালবাস? সেদিন যে লুকিয়ে গেলে কবিতাটা দেখে, উড়িয়ে দিলাম ,তোমায় আমি প্রশ্নবোধক করে। ব্যাস, তুমি ফেসবুক বন্ধ করে দিলে। শুধু ম্যাসেন্জার খোলা রেখে ছিলে। ঐ কবিতাটা তুমি বুঝে গিয়েছিলে তোমায় নিয়ে লিখেছি। তুমি এখন খুব জানো আমাকে। অনেক পড়েছ আমাকে!বেশ বুঝ আমাকে। লুকালে যে সেদিন তুমি এটা জান না? আমি খুঁজবো হন্যে হয়ে তোমাকে ! একটা বছরে দুজন দুজনকে ভাল ই বুঝেছি , বুজলাম!। হৃদয় টানে একবারে উড়ে যাও নি! একটা দরজা খুলে রেখে দিব্যি মজে ছিলে ! আমি কি খড়কুটো তোমার দরজায় ফেলি রাখি , তুমি কুট কুট করে গিল আর আগের মতোই মুচকি হাস । ওয়াদা ভেঙ্গেছি তোমার নিষেধ নেই বলে। তোমার নীরব রোগ আগে থেকেই জানতাম । যাতে সময়, অসময় বাঁচতে পার। তবে জান, হঠাৎ দমকা হাওয়া টা রোধে তুমি যে বেড়া জালে তোমার আমার সিঁন্দুকটা ঢুবাতে অস্থায়ী ক্যাম্প খুললে। সে ক্যাম্পও এখন কাঁপে। আমি ভয়ে আছি আরেকটা দমকা হাওয়ার ভয়ে। ঐরকম ক্যাম্প তো শত শত। আমার যে পছন্দ না। আমি যে একটু ভিন্নতা পছন্দ করি। সবাই যেমন, তুমি তেমন নও; গড্ডালিকার স্রোতে খড়কুটোর মতো মনে হয় নি তোমায় । যে বাগানে আমি একলা হয়েই থাকলেও তোমার দেখায় মনের ঘরে বসন্তের ফাগুন ডাকা শুনেছি , রঙিন স্বপ্ন খুঁজেছি , আলতো হাতে স্বার্থ হীন ভালবাসার শুভ্রতা দেখেছি। দিন রাতটা বদলে যেতে দেখেছি। নতুন করে জীবন কে ভাবতে শিখেছি। একটু সময় নিজেকে দিতে প্রস্তুত হয়েছি।ঠিক তখন কালো মেঘে ঘনঘটা ! কোকিল ডাকা দুপুরে তোমায় নিয়ে অন্য দিগন্তে হাত ধরে হারিয়ে যাবার প্লান ,কতো কল্পনা আমার সাজঘরে । চুঁইয়ে চুঁইয়ে উঠেছিল কতো গভীর প্রেম। তোমার প্রতি মুহূর্তে , দিবসে, রজনী তে টুং টাং বার্তা তোমার ব্যস্ততা কে মজায় নিয়ে যেত। ভাবতাম, তোমার সুখ মানেই আমার সুখ।গভীর চোখ দুটোয় খুঁজতাম অনাদরে তোমার জীবন কাটানোর হাহাকার। তোমার লাইফ স্ট্যাটাস ! তোমাকে থমকে দেয় সামনে আগাতে। দুমড়ে যায় হৃদয়ের জমাট প্রেমগুলো তোমার ! মেঘের রাজ্যে ছুটতে ,প্রেমের উষ্ণতা নিতে তোমার মনটা যে আকুল আকুতি করে ! সে তো তোমার চোখ জোড়ায় খুঁজলেই দেখি ! কী তৃষ্ণার্ত ঐ ঠোঁট! আজ দুটি বছর অতিক্রান্ত। ফেসবুক মেমোরি তে তোমার ছবি আসে। তোমায় নিয়ে আমার লেখাগুলো ভেসে আসে। এই ফেব্রুয়ারি তে তোমাকে হারাই। সে-ই সময় টুকু শেষ দেখার ক্ষণ মনে পড়ে ! তুমি চলে যাও তোমার নতুন কর্মস্থলে। যাবার পর শুধু দুবার কল দিয়েছিলাম। আমার পত্রিকা টা পেয়েছি কিনা দুবার ই জিগ্যেস করেছিলে। আর শিখিয়ে দিয়েছিলে কি করতে হবে। আর ফোন করা হয়নি। পত্রিকা পেয়েছি সুখেও কল যায়নি তোমার কাছে। ভাবতাম যদি তোমার বৌ ফোন ধরে ফেলে কোন দিন। অফিসে যদি থাকে বৌ! আমি আর তোমাকে কষ্ট দিতে চাইনি। আমার কারণে তোমার নির্ঘুম রাত হোক, আমি চাইনি। জানি তুমি আমার খবর নাও। আমি তোমার অতীত থেকে পাওয়া কোন সংলাপ নিয়ে, মধুর স্মৃতি মনে করে আর তোমায় নিয়ে স্বপ্নে নতুন গল্প এঁকে সময় গুলো কাটিয়ে দেই। একজীবনে তোমাকে ভালবেসেছি, এতেই আমি সুখ অনুভব করি। তুমি আমার আগুন লাগা ফাগুনে মন কেড়ে তোমার করে নিলে।

Loading