হাইকোর্টের নির্দেশনায় রামগড়ে সকল ইটভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১২, ২০২২

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় হাইকোর্টের নির্দেশনায় নয়টি লাইসেন্সহীন অবৈধ ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১২ ফেব্রুয়ারী)রামগড় উপজেলার বিভিন্ন ইটভাটাগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত।
আদালত সূত্রে জানা যায়, গত ২৫ শেষ জানুয়ারি হাইকোর্টের দেওয়া এক রায় বাস্তবায়ন করতে অনুমোদোনহীন নয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে সেখানে সাইনবোর্ড ও লাল পতাকা ঝুলিয়ে দেওয়া হয়।এসময় এসিল্যান্ড উম্মে হাবিবা মজুমদার,রামগড় থানার ওসি তদন্ত রাজিব কর উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন,মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইটভাটায় অভিযান চালিয়ে ইট প্রস্তুত, কাঠ পোড়ানো, শ্রমিক ব্যাবহারসহ যাবতীয় কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করা হয়েছে।

Loading