১২ বছরের ঊর্ধ্বে সবাই টিকা পাবে, ৪০ হলেই বুস্টার

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ , জানুয়ারি ৩০, ২০২২

করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রাপ্তির বয়স সীমা আরো কমানো হয়েছে। সেই সঙ্গে বুষ্টার ডোজ (৩য ডোজ) পাওয়ার বয়সও কমিয়েছে সরকার। এখন থেকে ১২ বছরের ঊর্ধ্বে সবাই করোনা টিকা নিতে পারবে। আর চল্লিশোর্ধরা নিতে পারবেন বুস্টার ডোজ।

রবিবার (৩০ জানুয়ারি) সকালে করোনা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কোভিড আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এভাবে রোগী বাড়তে থাকলে হাসপাতালগুলোতে চাপ বাড়বে। আমরা অধিক সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে চাই। আমাদের হাতে এখনো অনেক টিকা আছে। তাই আমরা টিকা দেয়ার বয়সসীমা কমিয়েছি। তবে আমাদের স্বাস্থ্যবিধিও মানতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”

করোনার ভয়াবহতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বেড়েছে ২০ গুণ ও মৃত্যু বেড়েছে ৪ গুণ, করোনাকে মৃদু বলা যাবে না।”

এক মাসে ৩ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এখন থেকে শুধু শিক্ষার্থী নয়, ১২ বছরের উর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে।”

Loading