ভাসানচরের পথে আরও ৭০৫ রোহিঙ্গা

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ , জানুয়ারি ৬, ২০২২

কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে ৮ম দফায় আরও ৭০৫ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা দেওয়া হয়। তবে কক্সবাজার থেকে বুধবার (৫ জানুয়ারি) চট্টগ্রামে নেওয়ার পর তাদের একটি অস্থায়ী ক্যাম্পে রাখা হয়।

চট্টগ্রাম নৌবাহিনীর জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে অষ্টম দফায় আজ বৃহস্পতিবার আরও ৭০৫ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে। গতকাল টেকনাফের কয়েকটি ক্যাম্প থেকে ওই রোহিঙ্গাদের নেওয়া হয় উখিয়া ডিগ্রি কলেজ মাঠে। সেখান থেকে বাসে করে চট্টগ্রামে নেওয়ার পর তাদের একটি অস্থায়ী ক্যাম্পে রাখা হয়। পরে পতেঙ্গা বোট ক্লাব থেকে তিনটি জাহাজে করে তাদের ভাসানচরে নেওয়া হচ্ছে। এর মধ্যে একটি জাহাজে মালামাল এবং অপর দুটিতে ৭০৫ জন রোহিঙ্গা রয়েছে।

উল্লেখ্য, সপ্তম দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ১৯ হাজার ১১৩ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল।

Loading