সেনবাগে ককটেল তৈরীর সরঞ্জামসহ ৪ জন আটক

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ , জানুয়ারি ৩, ২০২২

এ এইচ লিটন, সেনবাগ প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের মগুয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ককটেল তৈরীর সরঞ্জামসহ ৪ জনকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।

এ সময় পুলিশ ঘটনাস্থল তৈরী করা তিনটি ককটেল, ১৭টি চকলেট বাজী, ৫টি ককটেল তৈরির খাজ, ৬টি স্কসটেপ,১১টি ব্রেড, ৫০ গ্রাম তারকাঁটা, তিশ গ্রাম দিয়াশলায়ের কাঠি ও বেশ কিছু দিয়াশলাইয়ের খালি প্যাকেট উদ্ধার করে।

গ্রেফতারকৃত শহীদ উল্লাহ চৌধুরী (৫৫) কাদরা ইউপির মগুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। শহীদ উল্লাহ চৌধুরী চেক প্রতারণার একটি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। অপর গ্রেফতারকৃতরা হচ্ছে একই এলাকার বেচু মিয়ার ছেলে আবির হোসেন (২০), মো. জাফর উল্লাহর ছেলে রাকিবুল ইসলাম রনি (২০) ও মজিব উল্লাহর ছেলে আহমেদ হোসন পারভেজ (২০)।

সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারীর নির্দেশনায় থানার এস.আই সবুজ চন্দ্র পালের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স শনিবার দিবাগত রাত ১টার দিকে ৪নং কাদরা ইউপির মগুয়া গ্রামের শহীদ উল্লাহ চৌধুরীর বাড়ির রান্না ঘরে ককটেল তৈরি করার সময় তাদেরকে গ্রেফতার করে।

এ ঘটনায় সেনবাগ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার বিকেলে তাদেরকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী জানান, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য নাঙ্গল কোট এলাকায় ইউপি নির্বাচনে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে ককটেল
সাপ্লাই দেওয়ার জন্য এগুলো তৈরি করছিল।

Loading