৬ষ্ঠ দিনে এক নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ , ডিসেম্বর ২৯, ২০২১

ঝালকাঠির বিষখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে নদীর তীরের চরে আটকে থাকা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এনিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।

বুধবার সকালে সাড়ে ৮টায় ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয়ের ওই নারীর মৃতদেহ উদ্ধার করে ঝালকাঠি লঞ্চ টার্মিনালে নিয়ে আসে ফায়ার সার্ভিস কর্মীরা।

পরে মরদেহটি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার পড়নে ছিলো গোলাপী কামিজ।

প্রাথমিক সুরতহালের পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান সদর থানার ওসি তদন্ত মো. সাইফুল ইসলাম।

অগ্নিকাণ্ডে পুরে যাওয়া অভিযান-১০ লঞ্চের এই যাত্রীর মরদেহটির পরিচয় এখনও মেলেনি।

গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছেন বহু মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

Loading