নেত্রকোণায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালিত

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ , ডিসেম্বর ১২, ২০২১

“ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ” শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোণায় ১২ ডিসেম্বর পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসনের আইসিটি বিভাগ নানা কর্মসূচী আয়োজন করে।

সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধাঞ্জলির প্রদানের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, উপ- পরিচালক(উপসচিব), স্থানীয় সরকার জিয়া আহমেদ সুমন, নেত্রকোণা সদর মেয়র আলহাজ্জ্ব নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল প্রমুখ।

সকাল সাড়ে ৯টায় মোক্তারপাড়া মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের হল রুমে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ শীষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপ- পরিচালক(উপসচিব), স্থানীয় সরকার জিয়া আহমেদ সুমন এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সুহেল মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর মেয়র আলহাজ্জ্ব নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল প্রমুখ।

এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ আইসিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক, প্রশিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Loading