স্বরচিত কবিতা ঃ

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ , ডিসেম্বর ১২, ২০২১

ভালো বাসার অচীন পাখি
সামছুদ্দোহা ফরিদ।
অতি বাস্তব জীবন কথা লিখব অসারের বারতা
সকাল সন্ধ্যা রাত অনবরত হিয়ালীর গোপনীয়তা।
আদি অন্তে খুঁজে নাহি মিলে
তার উন্মোচনে অনবরত থামে খবরের নিরবতা।
তার আসা তার যাওয়া যার যে বুঝে
তিরহিত জনের খোঁজা কয়জনা তারে খুঁজে!
ঐ অগস্ত্য যাত্রার পথ সবার অজানা চিরতরে
তবুও নির্ভয়ের ভালবাসার পথ না রুখে।
ভালো বাসার পাখি টা যতনে ধরে রাখি
দেহের পরিচর্যা অযতনে থাকে বাকি
মনের যতন চির রতন তার করি অনাদর
আসল সেবা ফেলে গড়ি মূল্যহীন তাসের ঘর।
নশ্বর দেহের বিনিময়ে পেতে পার অনন্ত সুধার বর
কি হবে সাজিয়ে অনিশ্চিত খেলাঘর।
মনের পাখি মরে মরে খাঁচা তার সবল
রঙে ঢঙে সাজাও খাঁচা কেবল মন পাখির ছল।
অনাদরে থাকে পাখি দেহ পিঞ্জর ঘরে
অযতনে অযতনে দূর্বল হয় অবহেলার তরে।
সুখ পাখির জন্য খুঁজে অনন্ত সুখের বাসা
না খেয়ে থাকে পাখি সুখের সর্বনাশা।
খাঁচা নিয়ে ঝাপাঝাপি মন পাখির খবর না রাখি
অতৃপ্ত অন্তর বিমর্ষ অহরহ প্রকৃত স্বাধীনতা ফাঁকি।

 

 

Loading