শান্তির হোক আগামীর পথ চলা

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ , নভেম্বর ২৮, ২০২১

মোহাম্মদ উল্লাহ । । সম্পর্ক:, রক্তের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, আর আত্মার সম্পর্ক। এই সম্পর্ক এই সমাজের বন্ধন। রক্তের সম্পর্ক হয় জন্মগত, পারিবারিক সম্পর্ক প্রথাগত হলেও জীবন চলার পথে একটা সম্পর্ক গড়ে ওঠে যেটা আত্মার সম্পর্ক। ভালো লাগা কিংবা ভালোবাসা থেকেই সেই আত্মার সম্পর্ক শুরু। এ-সম্পর্ক টিকে থাকে রাষ্ট্র,সমাজ, আর জীবন ব্যবস্থায়। সে সম্পর্ক যদি হয় শুধুই ভালোবাসা তবে শত বিবাদের পরেও টিকে থাকে অনন্তকাল।কিন্তু যে সম্পর্কে চাওয়া-পাওয়ার লোভ থাকে সে সম্পর্কে বেশিদিন টিকে থাকতে পারে না। তাই যে চলে যাওয়ার তাকে আটকে রাখতে নেই চলে যেতে দিতে হয়। কারণ ভুল সম্পর্কের যেখানে সমাপ্তি ঘটে প্রকৃত জীবন সেখান থেকে শুরু হয়। প্রতিটা মানুষের জীবন সুখের হোক। শান্তির হোক আগামীর পথ চলা।

Loading