স্বরচিত কবিতা ‘ক্ষমা করো’

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ , অক্টোবর ১৬, ২০২১

ক্ষমা করো

নাজমুল হায়দার

সৃষ্টি করেই ছেড়ে দিলে
পাপ সাগরের মাঝে
সারা অঙ্গ পাপে ডুবা
মুখ দেখাবো কোন লাজে।
রক্তের গরমে বাইলাম তরী
রঙিন চশমা পরে
পশ্চিম আকাশে সূর্য ডুবে
তীর পাইলাম না খোঁজে।
কন্ঠে অনেক মধু ছিলো
লাগাইলাম না কাজে
শত সহস্র মিথ্যে বললাম
সকাল দুপুর সাঁজে।
বিদ্যা বুদ্ধি অনেক ছিলো
লিখায় ছিলো জোর
মিথ্যে লিখায় ডুবে রইলাম
সত্যে বহুদূর।
হাত পা ঠিকই ছিলো
টের পাইনি আগে
বিছানাতে শুয়ে ভাবি
কেন,লাগাইলাম বাজে কাজে?
চোখের কোনো দোষ ছিলো না
দেখলাম ভুবন ঘুরে
সৃষ্টিকূল দেখেও কেন
চিনলাম না তাহারে।
হাজারো অপরাধে,অপরাধী আমি
ক্ষমা করে দিও আমায়
ওহে জগৎস্বামী।
সময় হয়তো আর পাবো না
ভাসি অশ্রুজলে
আমায় তোমরা ক্ষমা করো
সাহায্য করো,পাপ লাঘবে।
ক্ষমা করে দিও আমায়
করে থাকলে ক্ষতি
ক্ষমা করে দিও আমায়
যদি হক নষ্ট করে থাকি।
ক্ষমা চাওয়ার এই বাসনা
জাগে অন্তর মাঝে
ক্ষমা করে দিও তুমি
মোর জানাযার আগে।

Loading