ধামরাইয়ে আনসার অফিস ষ্টোর রুমে মালামাল আগুনে পুড়ে ক্ষতি

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ , অক্টোবর ১৫, ২০২১

 

আজ শুক্রবার ধামরাই উপজেলা আনসার অফিসের ষ্টোর রুমে বৈদ্যুতিক র্সট সার্কিট হয়ে আগুন লেগে মালামাল পুড়ে যায়।এতে ষ্টোর রুমে রাখা আনসারদের নতুন রাখা পোশাক ,শীতের জ্যাকেট , জুতা, মেয়ে আনসারদের পোশাক সহ অন্যান্য মালামাল পুড়ে যায়।
আনসার ভিডিপি অফিসার ফাতেমা আক্তার জানান, আমরা অফিসে কাজ করতে ছিলাম। হঠাৎ পাশের ষ্টোর রুম থেকে ধোয়া ও পুড়া গন্ধ ছড়িয়ে পড়লে তাড়াতাড়ি অফিসরুম থেকে বের হয়ে ধামরাই এরিয়া ফায়ার সার্ভিস খবর দিলে ঘটনাস্থলে আগুন নিভাতে আসে। এতে জানমালের ক্ষতি হয়নি। এদিগে ফায়ার সার্ভিস স্টেশন খবর পেয়ে আগুন নিভাতে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন সক্ষম হয়।ধামরাই উপজেলা এরিয়ার ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সোহেল রানা জানান, আমরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে পেরেছি। আরো দ্রত আগুন নিভানো যেত যদি কাপর চোপর না থাকতো। এজন্য ধোয়া বের হছিল। তিনি আরো জানান, তৎক্ষানিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক র্সট সার্কিট হয়ে আগুন লাগে।

 

Loading