স্বরচিত কবিতা ঃ

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ , অক্টোবর ১২, ২০২১

আজকের খেয়াল
সামছুদ্দোহা ফরিদ
মানুষের গোটা মিলন মেলা
আড্ডা আর জমে না
আত্মীয় স্বজনের সমাবেশ
জমে আর আগের মত উঠে না।
দূরত্ব কমেছে পৃথিবীর
মনের দূরত্ব হয়েছ বহু দূর।
অচেনা হয়েছে চেনা
চেনা হয়েছে অজানা।
ছোট হয়েছে পৃথিবীর
দূরত্ব কমেছে সব কিছুর
বের হচ্ছে জগতের রহস্য
এক নিমিষেই সব জানা
বিমান নয়, রকেট নয়
উড়ছে মানুষ নেটের ডানায়।
মানুষের মনের খেয়াল
জমেছে আজ প্রাইভেট খেলায়
বাহক আর দূত হারিয়েছে হাওয়ায়
আজ সব জাগতিক আকার
কালে হয়েছে বেকার,
পাপ মুক্ত আকাশ ভরিয়েছে পাপাচার
মানুষের নৈতিকতায় নেমেছে অবিচার।

Loading