সাংবাদিককে স্বপরিবারে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ , অক্টোবর ১, ২০২১

মোঃ আমির হোসেন(লিটন),সেনবাগ প্রতিনিধি :

নোয়াখালীতে সাংবাদিককে স্বপরিবারে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ও হুমকি দাতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক নোয়াখালী প্রতিদিন পত্রিকার সম্পাদক রফিকুল আনোয়ার (৫৫) ও প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমানকে (৪৬) ও স্বপরিবারে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ও হুমকি দাতাকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে সেনবাগে কর্মরত সাংবাদিকবৃন্দ এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা সাংবাদিককে স্বপরিবারে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এসময় সাংবাদিকরা হুমকিদাতাকে ২৪ ঘন্টার মধ্য চিহ্নিত করে আটকের জোর দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম, গোলাম সারওয়ার রিপন ,এম এ আউয়াল, আওয়ামীলীগ নেতা আলী আক্কাছ রতন, ভিপি দুলাল, নুরুজ্জামান চৌধুরী, সাইফুল ইসলাম বাবু, মুজিবুল হক বাবুল,যুবলীগ নেতা দিদারুল আলম। সাংবাদিক জাহাঙ্গীর আলম, ফিরোজ আলম রিগান,ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, জাহাঙ্গীর পাটোয়ারী,মোঃ আমির হোসেন(লিটন), ফখর উদ্দিন, নুর হোসেন(সুমন), জাকির হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত বুধবার বেলা দুইটার দিকে একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে সাংবাদিক মাহবুবুর রহমান ও রফিকুল আনোয়ার কে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনা তাৎক্ষণিক দুই সাংবাদিক একই দিন সুধারাম থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। জিডিতে বলা হয়েছে, বুধবার বেলা দুইটার দিকে তাঁর মুঠোফোনে একটি অপরিচিত মুঠোফোন নম্বর (০১৭৫৮-২৭১৯০৪) থেকে কল আসে। কল রিসিভ করার পর অপর প্রান্তে থাকা ব্যক্তি তাঁকে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকেন এবং স্বপরিবারে হত্যার হুমকি দেন।

Loading