নেত্রকোণায় নো মাস্ক নো সার্ভিস সংক্রান্ত ২ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ , আগস্ট ৩১, ২০২১

করোনা ভাইরাসের বিস্তার রোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষে ‘মাস্ক আপনার, সুরক্ষা সবার, শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণা জেলা প্রশাসন একটি কর্মশালার অয়োজন করে ।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় ২ দিন ব্যাপী এই কর্মশার ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন ময়মনিসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস।

নেত্রকোণা জেলা প্রশাসক কাজী মো: আব্দুর রহমান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সুহেল মাহমুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্জ্ব নজরুল ইসলাম খান, রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সিংহের বাংলা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, যুব মহিলা লীগের  নেত্রকোণা জেলা কমিটির সভাপতি বিউটি বেগম প্রমুখ।

সভায় করোনা ভাইরাস বিস্তার রোধে অংশগ্রহনকারীগণ তাদের ব্যক্তিগত মতামত ও সরকার ঘোষিত বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

 

Loading