শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেত্রকোণায় সাংবাদিক তরিকুল ইসলাম রাজা মিয়া’র জানাজা ও দাফন সম্পন্ন—

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ , জুলাই ২৮, ২০২১

নেত্রকোণায় শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাংবাদিক তরিকুল ইসলাম রাজা মিয়া’র জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ২৮জুলাই (বুধবার) সকাল ১০টায় কাটলি আঃআজিজ খান জামে মসজিদের সামনে তার ১ম জানাজা এবং সদর উপজেলার দুগিয়া গ্রামে তার নিজের নির্মিত মসজিদ প্রাঙ্গণে দুপুর ২টায় ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

১ম জানাজা শেষে নেত্রকোণা প্রেসক্লাবের সামনে মরহুমের মরদেহ আনা হলে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানান। তাকে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোণা জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ ও নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি)মোঃসাইফুল ইসলাম ও নেত্রকোণা জেলা প্রেস ক্লাব। তিনি গত মঙ্গলবার (২৭জুলাই) ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ অবস্হায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।তার হঠাৎ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নেত্রকোণা প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান , সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, এডভোকেট সানোয়ার হোসেন ভূঁইয়া, সন্পাদক এম, মোখলেছুর রহমান খান, নেত্রকোণা জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক এডভোকেট আব্দুল হান্নান রন্জন,এ আর এফ বির চেয়ারম্যান জেষ্ঠ সাংবাদিক দিলওয়ার খান সহ সকল সাংবাদিক ও সুধীজন।

Loading