নেত্রকোণার দুর্গাপুরে কমরেড মণি সিংহের ১২০ তম জন্মজয়ন্তী অনুষ্ঠিত—

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ , জুলাই ২৮, ২০২১

 

নেত্রকোণা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে বৃটিশ বিরোধী সংগ্রামী,টঙ্ক আন্দোলনের মহানায়ক,মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহ এর ১২০তম জন্মজয়ন্তী পালিত হয়েছে বুধবার (২৮জুলাই)স্বাস্থ্য বিধি মেনে নানা আয়োজনে এ জন্মজয়ন্তী পালিত হয়।
এ উপলক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে স্বাস্হ্যবিধি মেনে সর্বস্তরের অংশগ্রহণে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উওোলন শেষে সিপিবি কেন্দ্রীয় নেতা আসলাম খানের সঞ্চালনায়,মেলা উদযাপন কমিটির আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ দুর্গাপ্রসাদ তেওয়ারীর সভাপতিত্বে অনলাইন আলোচনায় অংশ নেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃআব্দুর রহমান, সিপিবি কেন্দ্রীয় সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম,সাবেক সভাপতি মন্জুরুল আহসান খান,প্রফেসর মাহফুজা খানম, অধ্যাপক এম এম আকাশ, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস,মণি সিংহের সহযোগী ডা.অসিত বরণ রায়,ডা.দিবালোক সিংহ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক প্রমুখ।

Loading