বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি করা রোহিঙ্গা আটক

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ , জুলাই ১৫, ২০২১

কক্সবাজারে বাংলাদেশি ভুয়া পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজে জড়িত থাকায় এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা।

বুধবার (১৪ জুলাই) রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক তারিকুল ইসলাম।

আটককৃত রোহিঙ্গা ব্যক্তি ক্যাম্প-২২ (উনচপ্রাং)-এর রোহিঙ্গা আবু শামার ছেলে মোহাম্মদ তৈয়ব (২৮)।

তারিকুল ইসলাম বলেন, গোপন খবরের ভিত্তিতে জানা যায়, ক্যাম্প-২২ (উনচপ্রাং)-এর রোহিঙ্গা মো. তৈয়ব (২৮), পিতা. আবু শামা, এফসিএন-২৪৩৯২৪ অবৈধভাবে বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে। এই খবরের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স বুধবার (১৪ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে মোবাইলে তার নামে বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডির ছবি পাওয়া যায় (যার পাসপোর্ট নং- BJ0536724, NID No- 3302548353)।

তিনি আরও জানান, এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য সিআইসির কাছে হাজির করলে তিনি অভিযুক্তকে হেড মাঝির জিম্মায় ছেড়ে দেন। একই সঙ্গে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ বৃহস্পতিবার (১৫ জুলাই) সিআইসি অফিসে হাজির থাকতে নির্দেশ দেয়া হয়।

Loading