নোয়াখালীর হাতিয়ায় অস্ত্র গুলি তিন ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ , জুলাই ১০, ২০২১

ইফতেখাইরুল আলম,নোয়াখালী

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় হরনি ইউনিয়নে অভিযান চালিয়ে কথিত ডাকাত সর্দার তেলি আব্দুর রবসহ তিন জনকে আটক করেছে কোস্টগার্ড।গতকাল ভরে টাংকিরখাল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়েছে!পরে মামলা দিয়ে তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড সূএে জানা গেছে,ঐ এলাকায় ডাকাতি প্রস্তুুতি নেয়ার সময় ডাকাত সর্দার তেলি আব্দুর রব (৫৫)আব্দুর রহিম(৩০) এবং রবিন হোসেন(২৪) কে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১টি দু’নলা বন্দুক, ১টি পাইপগান, ১টি পিস্তল, ৪টি রাউন্ড গুলি, ৪টি পাইরোটেকনিক ও ৫টি রামদা উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়,গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।অভিযান চলাকালে ভরে সাড়ে ৪ টার দিকে টাংকিরখাল নামক স্থানে পৌঁছে কোস্টগার্ড। এ সময় ডাকাত দল কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে।আত্বরক্ষার্থে কোস্টগার্ড ও পাল্টা পাল্টি গুলি ছুঁড়ে।কোস্টগার্ডের প্রতিরোধের মুখে ডাকাতদল পিছু হাটতে শুরু করলে ধাওয়া করে তিন জনকে আটক করা হয়।

Loading