স্বরচিত কবিতা

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ , জুলাই ৮, ২০২১

কল্প বিচরণ
সামসুদ্দোহা (ফরিদ)
বাঁধনহারা চিত্ত আমার
স্মৃতির কল্পলোকে হারায়
থমকে থমকে বিক্ষিপ্ত স্মৃতি
বিরামহীন উড়ে বেড়ায়।
বলেছিলে কত কথা
অন্তরে স্পন্দন তরঙ্গ
কত ঢং কত রং
কষ্টের ইতিহাসই হবে
তবে কেন করেছিলে রণে ভঙ্গ?
দিলাম তোমায় আমি মুখে ছিটা ছিটা
শাওনের বৃষ্টির ফোটা আর প্রলেপের ভালোবাসা
তোমার সবুজ কামিজ আর সবুজ পায়জামা
ভালোবাসা ছাড়িল যেন সীমানা।
আমার ভাষা, আমার কবিতা
তোমার জন্য পায় যেন ছন্দ
ভালোবাসার নিখাত লেখুনি
তাই, নেই কোনো দ্বন্দ্ব।

Loading