স্বরচিত ছড়া

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ , জুন ১৪, ২০২১

মন পাখি
সামছুদ্দোহা (ফরিদ)
বনে বনে ঘুরে পাখি
সুখে তার বাস
বিশাল আকাশ তার
পাখা আছে ঘুর বার।
আমার মন করে আনচান
মনের ডোরে মন বেঁধে
অকল্পিত মনের আলাপন
সহসা জেগে উঠে।
পাখির উড়ন্ত স্বাধীনতা
তার দূরন্তপণা বহুগুন
ধরা ছুঁয়ার বাহিরে সে
অভিলাস জাগে নিমিষে।
কত কথা বলে মন
অজান্তে অনুক্ষণ
পাখি তুমি তোমার মতন
কে করবে তোমার যতন।?
পিঞ্জর ছাড়া পাখি তুমি
আমার মত নও
মন রূপ পাখি তুমি
কত কথা কও।

Loading