স্বরচিত কবিতা

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ , মে ৩১, ২০২১

আমি মুসলমান
সামছুদ্দোহা(ফরিদ)
আমি মুসলমান,
নই আমি বেদুইন
কিংবা বেঈমান,
আমি সৃষ্টি স্রষ্টার
কেবল মাথা নত করি তার,
আমি আদ্য প্রান্ত করি ভেদ
আমি তাকে চিনিয়াছি,
যিনি আকাশ জমিন রচিয়েছেন
সৃষ্টির খেলার আয়োজনে,
আমি প্রত্যক্ষ করেছি
প্রাণ থেকে প্রাণের সঞ্চার,
আমি আঁচ করেছি
তাঁর প্রচন্ড ক্ষমতার,
যিনি করেছেন পৃথিবীকে পরীক্ষাগার
মৃত্যুকে করেছেন তার প্রবেশ দ্বার,
স্বাধীন চেতনাকে করেছেন বিচারাধীন
জীবন কর্মকে করে অধীন,
মুসলিম আত্মসমর্পণকারী
একত্ববাদের একাত্বতা,
যার একাত্বতায় মিশে আছে
আকাশ, জমিন,চন্দ্র, সূর্য, গ্রহ, তারা
এ বিশ্বের সৃষ্টির ধারা,
সৃষ্টির পথে, মৌলিক ব্রতে
তপস্যায় আছে যারা
তারা নয় বেদুইন
কিংবা বেঈমান দিশেহারা।

Loading