কালিহাতীতে মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণ নাশের হুমকি!

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ , মে ৩১, ২০২১

টাঙ্গাইল অফিস:
৭২ বছরের বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়ার এখন দিন কাটাচ্ছেন ভয়, আতঙ্কের মাঝে । প্রতিনিয়ত হত্যার হুমকি আর বসত ভিটে থেকে উচ্ছেদের ষড়যন্ত্র মোকাবিলা করতে করতে পড়ন্ত বয়সে তিন কন্যা সন্তান নিয়ে বেশ অসহায় হয়ে পড়েছেন তিনি। টাঙ্গাইলের কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়ার এমন অসহায়ত্ব চলছে বেশ কিছু দিন ধরে । পিছু ছাড়ছে না ষড়যন্ত্রকারীরা। ইতোমধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনা ঘটেছে একাধিকবার । এ মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে এবং দাবি করা হচ্ছে মোটা অঙ্কের চাঁদা।
এ ঘটনায় কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর থেকে ওই মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকি দিচ্ছে প্রতিপক্ষ। পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২২ মে শনিবার সকালে কালিহাতী উপজেলার কুচটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়াকে (৭২) কুচটি গ্রামের মুক্তার আলীর স্ত্রী মাজেদা বেগম (৪৫) ও ছেলে মিলন (১৮) বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে কপালে মারাত্মক জখম হয়। বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়ার ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ফরিদা পারভীন বলেন, আমার স্বামীর পৈত্রিক সম্পত্তির রাস্তা নিয়ে বিরোধ থাকায় পূর্ব পরিকল্পিতভাবে আমার অসুস্থ্য স্বামীকে কতিপয় দুষ্কৃতিকারীদের উষ্কানিতে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। এ ঘটনায় গত ২২ মে কালিহাতী থানায় একটি মামলা (নং-১৫) দায়ের করি। এ কারণে মাজেদা বেগম ও তার লোকজনেরা আমাদেরকে প্রতিনিয়ত প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে।ভূক্তভোগী বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া জানান, বাড়ির রাস্তা সংকীর্ণ বিধায় বাড়ির ভেতরে রিক্সা, ভ্যান নিয়ে আসা সম্ভব হয়না। আমি ইট আনার জন্য রাস্তা সামান্য প্রশস্ত করে ভ্যান যোগে বাড়ির ভেতরে ইট, বালু ও সিমেন্ট আনি। এতে ক্ষীপ্ত হয়ে মিলন ও তার মা মাজেদা আমার উপর অতর্কিত হামলা চালায়। এতে আমি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলি। পরে দীর্ঘদিন চিকিৎসা শেষে আমি বাড়ি ফিরে আসি। এরপর থেকেই আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে তারা।এ ব্যাপারে অভিযুক্ত মাজেদা বলেন, আমার ছেলে মিলনের হাতের সাবল বীর মুক্তিযোদ্ধার কপালে লেগে সামান্য রক্তাক্ত জখম হয়। হুমকি দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধার পরিবারকে হুমকির বিষয়ে আমাকে কোন কিছু জানায়নি। জানালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Loading