ছড়া

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ , মে ১৬, ২০২১

বৃষ্টির আকাশ
সামছুদ্দোহা ফরিদ

শ্রাবন বর্ষার মাঝে প্রকৃতির নব সাজে
হৃদয় বীনায় নব নব সুর বাঁজে।
রিম ঝিম টিপ টপ শব্দ কানে,
মনে প্রাণে ভিষণ শিহরণ জাগে।
শত গান অফুরান বাঁজে প্রাণে প্রাণ
উল্লসিত মন বলে উঠে তখন দিশেহারা।
শ্রাবণের ধারা অমনি নাড়া শুধু বাঁজিতে।
মন চায় যে ক্ষণ ক্ষণ নাচিতে।
নির্ঝড় অজোর বৃষ্টির গানের বান
প্রাণ স্পন্দনে ঢেউ প্রাণ মূর্ছনার টান ।
নিঃসংগ আকাশ প্রবল বাতাশ খানিক তার ঝাপটা
অবণীর শূন্যতায় আবছায়ায় আকাশ ঢাকা ।

Loading