স্বরচিত কবিতা

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ , মে ১৭, ২০২১

হৃদয়ে বাংলাদেশ
সামছুদ্দোহা (ফরিদ)
হৃদয়ে রেখেছি বাংলাদেশ
স্বপ্ন বিভোর আমার এ স্বপ্নের দেশ ।
মানব মমতায় সাজানো স্বর্গীয় অর্পণ
ভ্রাতৃত্বের বন্ধন সহজ সরল প্রাণ ,
প্রাণে প্রাণে আছে প্রাণের গান ,
আছে স্বপ্ন, আছে সোনালী সোপান ,
পুলকে পুলকে জাগায় শিহরণ
বিশাল আকাশ জোছনা করে হরণ ।
প্রিয় স্বাধীনতা তুমি, স্বাধীনতার অশেষ
সমতল ভূমি পৃথিবীর শ্রেষ্ঠ ব-দ্বীপ তুমি
রেখেছ করে আপন ,হয়ে ভূ-স্বামী ।
কল্পলোকের মায়া তুমি ,তুমি তপস্যার ধন
শত বর্ষের পরাধীনতা ভেঙ্গে বাঙ্গালীর আরাধন
পাতার খস খসে মেঘের গর্জে তোমার কথা শুনি
তুমি হলে প্রাণ প্রিয় বাংলার অবনী ।
হৃদয়ে রেখেছি বাংলাদেশ
যেখানে সুফি সাধক কবি সাহিত্যের সমাবেশ,
সেখানে মর্ম বাণী তাঁদের অন্তর ধ্বনি,
বাঁজে বীণা তারে প্রাণ স্পর্শ করে,
দেশ প্রেম আর মমতার ছুঁয়া ভরে।
হৃদয়ে রেখেছি বাংলাদেশ
সুফলা ,সফলা শস্য শ্যামলা মায়ের বেশ
প্রিয় স্বাধীনতা ,স্বাধীনতা অর্জনের স্রেষ্ট নজির
এ ভূমিতেই বায়ান্ন,একাত্তরের যুগান্তরের বীর,
তাই পেয়েছি তোমায়,পেয়েছি শান্তির নীড় ।
কত বীর জন্মেছে তোমার অন্নে ধন্য
তোমার বুকে জন্মে আমরাও অনন্য ।

Loading