স্বরচিত কবিতা

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ , মে ১০, ২০২১

বিচার
সামছুদ্দোহা(ফরিদ)
বিচার নিয়েছে বিদায়
অবিচারের আজ কেবলি রাজ
এখন শুধু আহাজারির অশ্রু
মানব সভ্যতা পাচ্ছে লাজ।
ক্ষমতার এ মসনদ হবে কবে বিকল
সমাজে রাষ্ট্রে সকল স্থানে বল
কে কাঁপাবে এই সাম্রাজ্যের ভীত
কবে হবে ওদের ক্ষমতার টলমল ।
বিচারে ফরিয়াদির দুর্ভোগ
বিচারালয়ে তারা টাকায় বন্ধ
ভাগ্য যাদের নিপীড়িত
জগতের আইন একেবারেই অন্ধ ।
উকিল আছে,আছে ব্যারিস্টার
কালো টাকার পাহাড় আছে
অপরাধের সুযোগ আছে
কিসের ভয় তাদের মিছে মিছে?
অযোগ্য ব্যাক্তির বাঘের থাবায়
দেশ-জাতি হয় ক্ষত বিক্ষত
অমানুষের কালো ছায়ায়
সবকিছু আজ অপ্রীত।
আজ 2020 করুন সুরে গায়
অমানুষদের শ্লোগান
বঞ্চিত জনতার আহাজারি
অসহায় ধর্ষিতা নারীর গান।
পালের গোদা রুই কাতলা
তাদের নাই কোন অপরাধ
দেশের ইমেজ নষ্ট করে
তারাই করেছে রাজ।
এক নিমিষেই হতে পারে
মৃত্যুর ওপারে বাড়ি
গা এলিয়ে উদাস ভাবে
অনুতাপ দিয়েছো ছাড়ি।
কেয়ামত হতে পারে অনেক দেরি
আমার মৃত্যু আমার কেয়ামত
ভিন্ন হতে পারে সব কিছুই
এখানে সবার একই মতামত।
আসা-যাওয়ার এ ধরায়
চির বিদায়ের পর আবার
একজন কেও ফেরার নাই কোন নজির
ওয়ান টাইম লাইফ, নয় ফিরিবার।
একটি সেকেন্ড অতীত হলে
ফিরানো নাই কারো শক্তি
বাহাদুরি মিছে বটে
এখানে দেখাও ক্ষমতার ধী।
অজানা সময় ফিরে পাওয়া
অজানা তার ডাক
অজানা শুভ অশুভ
অজানা তার হাক।
বিচার হবে বিচার পাবে
নয় তো সে দিন বহু দিন বাকি
সব কিছুর পরিসমাপ্তিতে
সব শুভর আশা রাখি।

Loading