মানুষ বদলায় স্বভাব বদলায় না

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ , মে ৬, ২০২১

মো. আলী আশরাফ মোল্লা

মানুষ সময়ে অসময়ে অনেক কিছু বদলায়
শুধু নিজকে স্বভাব আখলাককে পারে নাই
দল বদলায়,প্রতিষ্ঠান বদলায়,চাকরি বদলায়
কিন্ত ভাগ্যের চাকা তার আর বদলায় না।

ঘর বদলায়,শহর বদলায়,সঙ্গী বদলায়
তবুও তার কপালে সুখ আর ধরা দেয় না।

আত্নীয় বদলায়, বন্ধু বদলায়,পরিজন বদলায়
মনের কোনে তার অতৃপ্ত অপূর্নতায় থেকে যায়।

বাড়ি বদলায়, গাড়ি বদলায়, ফ্ল্যাট বদলায়
তবুও তার চোখে প্রশান্তির ঘুম নাই!

মানুষ সবসময়ই বদলায়, সকালে বিকেলে
দিনে দুপুরে এবং রাতে,কারণে অকারণে।

মানুষ চায় সব কিছুই বদলে দিতে
তদাপিও নিজের কুমন্ত্রনা আর হীনমন্যতা রয়েই যায়।

মানুষ পরিবার সমাজ এবং দেশ বদলাতে চায়
শুধু চায় না নিজের স্বভাব আর চরিত্রকে বদলাতে।

সবকিছুই বদলাতে হলে সবার আগে নিজেকে বদলাতে হবে হীনতা, নীচতা আর পাপ পঙ্কিলতা থেকে।

মানুষ চায় সবকিছুই বদলে দিতে
কিন্তু নিজের আখড়া থেকে বেরোতে পারে নাই।

সবকিছুই বদলাবে যদি আমি বদলে যায়
অন্যায় অসত্য থেকে দূরে রবো
যা কিছু ভালো তার জন্যই বদলাবো
তবেই বদলাবে সমাজ এবং রাষ্ট্র।

Loading